Haryana | কংগ্রেস কর্মী খুনে নয়া মোড়, বয়ফ্রেন্ডই মেরে স্যুটকেসে পুরেছিলো তরুণীকে! হরিয়ানা পুলিশের জালে ১

Monday, March 3 2025, 12:40 pm
highlightKey Highlights

হরিয়ানার কংগ্রেস কর্মী হিমানি নারওয়ালের খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ।


১ মার্চ হরিয়ানার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে পড়ে থাকা একটি স্যুটকেস থেকে উদ্ধার হয় হরিয়ানার কংগ্রেস কর্মী হিমানির দেহ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। সোমবার এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। সূত্রের খবর, ওই যুবকের সাথে সম্পর্ক ছিল হিমানীর। যদিও এই কথা অস্বীকার করেছে হিমানীর পরিবার। যুবকের কাছ থেকে হিমানির মোবাইল এবং গয়না পুলিশ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক হরিয়ানার বাহাদুরগড়ের বাসিন্দা। খুনের তদন্ত এখনও চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File