রূপশ্রী প্রকল্পকে ঘিরে জালিয়াতি বীরভূমে, কোন বড়সড় চক্র জড়িয়ে আছে তা তদন্তের নির্দেশ প্রশাসনের
Sunday, July 18 2021, 3:17 pm
Key Highlightsরূপশ্রী প্রকল্পে বীরভূমে জালিয়াতির পিছনে কি কোনও বড়সড় চক্র জড়িত? শনিবার নলহাটির নওয়াপাড়া এবং তিলোরার গ্রামের রূপশ্রী প্রকল্পের টাকা হাতাতে জালিয়াতির অভিযোগ উঠেছিল মোট আট জনের বিরুদ্ধে। ওই কাণ্ডে অভিযুক্ত মহিলারা এবং তাঁদের আত্মীয় পরিজনদের দাবি, কমিশনের লোভ দেখিয়ে গ্রামে গ্রামে নথিপত্র জোগাড় করেছেন আবেল শেখ নামে স্থানীয় এক যুবক। অন্যদিকে নলহাটি দু’নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরীরও নাম জড়িয়েছে এই জালিয়াতি কাণ্ডে। যদিও সেই অভিযোগ মানেননি ওই বিডিও। জালিয়াতি-কাণ্ডের কিনারা করতে জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে।
- Related topics -
- ক্রাইম
- জালিয়াতি
- রূপশ্রী প্রকল্প
- বীরভূম

