পরিবহন ছুটছে কলকাতা মেট্রোর নতুন এসি রেক, মেট্রোয় রেকের আকাল ঘুচতে শুরু করায় স্বস্তিতে মেট্রো কর্তৃপক্ষ।
সম্প্রতি যাত্রী পরিষেবায় নেমেছে চেন্নাই থেকে এসে পৌঁছনো মেট্রোর একাদশতম এসি রেকটিও। দ্বাদশতম নতুন রেকটিকে নিয়ে আপাতত কিছু পরীক্ষা-নিরীক্ষাও চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে সেটিও চালু হবে বলেই খবর। চেন্নাই থেকে এসে পৌঁছনোর পরে সমস্যা কাটিয়ে প্রথম দু’টি এসি রেককে যাত্রী পরিবহণের উপযোগী করে তুলতেই সময় লেগেছিল দু’বছরের বেশি। এরপরে গত দেড় বছরে সমস্যা কাটিয়ে মেট্রোর নতুন রেকগুলির পরিষেবার হাল অনেকটাই ফিরেছে। দীর্ঘ সময় পরে উত্তর-দক্ষিণ মেট্রোয় রেকের আকাল ঘুচতে শুরু করায় স্বস্তিতে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অল্প সময়ের ব্যবধানে ১১টি নতুন রেক পরিষেবায় যুক্ত হয়েছে। দ্বাদশ রেকটিকেও দ্রুত যাত্রী পরিবহণের কাজে নামানোর বিষয়ে আমরা আশাবাদী।’’