আন্তর্জাতিক

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আগ্রহী ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস, শুভেচ্ছা বার্তা জানালেন মোদী

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আগ্রহী ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস, শুভেচ্ছা বার্তা জানালেন মোদী
Key Highlights

ঋষি সুনককে পরাজিত করে লিজ ট্রাস ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হবেন।

বিট্রেনের প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসের নাম ঘোষণার পরেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন।

ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কে আগ্রহী লিজ ট্রাস

নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই লিজ ট্রাসকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, 'আপনার নেতৃত্বে ভারত ও ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছি। আপনার নতুন ভূমিকা ও দায়িত্বের জন্য শুভ কামনা রইল।' প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে লিজ ট্রাস দুই দিনের ভারত সফরে এসেছিলেন। সেই সময় তিনি ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের করার বিষয়ে জোর দেন। ভারত সফরে লিজ ট্রাস বলেন, ভবিষ্যতের জন্য দুই দেশের একত্রে কাজ করা প্রয়োজন।

৪৭ বছরের লিজ ট্রাস কনজারভেটিভ দলের নেতা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ভারত-ব্রিটেনের কূটনৈতিক ও বাণিজ্যিকে সম্পর্কের বিষয়ে তাঁর গভীরতা অন্যান্য অনেক ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে বেশি। জনসনের মন্ত্রিসভায় যখন তিনি আন্তর্জাতিক বাণিজ্য সচিব হিসেবে নিযুক্ত ছিলেন, ভারত-ব্রিটেন এনহ্যান্সড ট্রেড পার্টনারশিপ বা ইটিপিতে স্বাক্ষর করেছিলেন। এরপরেই লিজ ট্রাস মন্তব্য করেছিলেন, ভারত ও ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ককে মজবুত করার জন্য এটা একটা বড় সুযোগ। তিনি জনসনের মন্ত্রিসভায় এরপরে বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। সেখানেও তাঁর একাধিক বাণিজ্যিক নীতিতে ভারতকে গুরুত্ব দিতে দেখা গিয়েছে।


UTS | বাড়ছে UTS ব্যবহারের প্রবণতা, গত ১৫ দিনে রেকর্ড অঙ্কের টিকিট কাটলো যাত্রীরা
Elon Musk's StarLink | ভারতে পরিষেবা শুরু করার মুখেই বিপত্তি, ব্যাহত স্টারলিঙ্ক সংস্থার ইন্টারনেট পরিষেবা
Shubman Gill | ভারত-ইংল্যান্ড টেস্টে ৭০০ রানের গন্ডি ছুঁলেন ক্যাপ্টেন 'গিল'! গড়লেন অনবদ্য রেকর্ড
WBJEE Result | বছরে পেরিয়েও খোঁজ নেই WBJEE রেজাল্টের, উদ্বেগে পরিক্ষার্থীরা, কী বললেন বোর্ডের চেয়ারপারসন?
Park Street | অ্যালেন পার্কের রাস্তায় ধস! পার্ক স্ট্রিট এলাকায় ব্যাহত যান চলাচল
Rahul Purkayastha | প্রয়াত হলেন উদ্বাস্তু কলোনির সংগ্রামী রোজনামচার কবি 'রাহুল পুরকায়স্থ'
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আগ্রহী ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস, শুভেচ্ছা বার্তা জানালেন মোদী