Bangladesh | ভোরেই নয়া রাজনৈতিক দল পেতে চলেছে বাংলাদেশ! নেপথ্যে এক নারী!
Wednesday, April 16 2025, 3:09 pm

বাংলাদেশে একের পর এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। চিন্তায় ইউনুস প্রশাসন।
'সকল নাগরিককে তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়া'র দাবি তুলে বাংলাদেশে এক নতুন দল প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন এক নারী। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ১৭ এপ্রিল, বৃহস্পতিবার ঢাকার বনানী এলাকার হোটেল শেরাটনে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। গতকাল গণঅধিকার পরিষদের অন্যতম প্রধান সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন ফতেমা তাসনিম। পদত্যাগের পরেই তিনি এই নতুন দল গঠনের কথা জানিয়েছেন। দলে যোগদান করার জন্য সমাজের সকল শ্রেণির মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন ফতেমা।