নতুন ভূমিকায় এবার আগমন ঈশানের মাম্মার, ‘ইশক উইথ নুসরত….ভালোবাসায় বোল্ড’ নিয়ে আসছেন নুসরত জাহান
Monday, November 8 2021, 2:48 pm
Key Highlightsসমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের শর্তে জীবনের প্রতিটি সুন্দর মুহূর্ত উপভোগ করছেন অভিনেত্রী নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে বিতর্কিত বিয়ে ভাঙবার আগেই তিনি যশ দাশগুপ্তর সন্তানের জননী হয়েছেন। অভিনয়ের পাশাপাশি যেমন জনপ্রতিনিধির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ঠিক তেমনই এবার ঈশানকে সামলে, মায়ের সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি নতুন এক রূপে দেখা যাবে অভিনেত্রীকে। এবার রেডিও হোস্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইশক এফএম-এ নুসরত নিয়ে আসছেন তাঁর রেডিও শো। নাম ‘ইশক উইথ নুসরত….ভালোবাসায় বোল্ড’।
- Related topics -
- সেলিব্রিটি
- নুসরত জাহান
- টলিউড
- রেডিও হোস্ট

