GST | ট্রাম্পের শুল্কবোমা সামলাবে নয়া GST কাঠামো - আশাবাদী কূটনৈতিক মহল

ঢেলে সাজানো হয়েছে জিএসটির কাঠামো। তার জেরেই আমেরিকার শুল্কবোমা সামলে দেবে ভারত।
ঢেলে সেজেছে জিএসটি কাঠামো। এখন থেকে ১২% ও ২৮%এর স্ল্যাবের বদলে শুধুমাত্র ৫ ও ১৮ শতাংশের স্ল্যাব থাকবে। ২২ সেপ্টেম্বর থেকে লাগু হবে নতুন জিএসটি রেট। আমজনতার ক্রয়ক্ষমতা বাড়াতে ঘি, চিজ়, রুটি, ব্যক্তিগত জীবনবিমা, স্বাস্থ্যবিমায় জীবনবিমা, ক্যান্সারের ওষুধ ও আরও কিছু জীবনদায়ী ওষুধের উপর জিএসটি শূন্য করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও আশ্চর্যজনকভাবে কমানো হয়েছে ট্যাক্স। বাজারে লেনদেনের পরিমাণ ৫.৩১ লক্ষ কোটি টাকা বাড়বে বলে অনুমান। আর এর জেরেই ট্রাম্পের শুল্কবোমা আটকে দেওয়া যাবে, আশাবাদী বিশ্লেষক মহল।