ছাড়পত্র লাগবে ওয়েব কনটেন্ট-এ! নেটফ্লিক্স-অ্যামাজনের উপর ‘নজরদারি’ কেন্দ্রের।

Wednesday, November 11 2020, 11:09 am
highlightKey Highlights

এ বার থেকে ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত ফিল্ম বা ওয়েব কনটেন্টের প্রচারের আগে তাতে তথ্য-সম্প্রচার মন্ত্রকের অনুমোদন লাগবে। একই নিয়ম প্রযোজ্য হবে অনলাইনে প্রকাশিত সমস্ত অডিয়ো-ভিস্যুয়াল বা কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠানের জন্যও। এতদিন পর্যন্ত প্রিন্ট বা টেলিভিশন চ্যানেলগুলিতে প্রকাশিত খবর অথবা বিজ্ঞাপন বা ফিল্ম রিলিজের জন্য সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হলেও অনলাইনে প্রচারিত কনটেন্টের জন্য কোনও সরকারি ‘ছাঁকনি’ ছিল না। নেটফ্লিক্স-অ্যামাজন-হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলি উপর আইন বিধিবদ‌্ধ স্বশাসিত সংস্থার নিয়ন্ত্রণের প্রয়োজনীয় রয়েছে বলে গত মাসে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছিল। কোনও রকমের সেন্সর ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দর্শকদের কাছে পৌঁছচ্ছে বলে জানানো হয়েছিল ওই মামলায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File