Netaji | ‘দেশে ফিরিয়ে আনা হোক শেষ চিহ্ন’, নেতাজির জন্মবার্ষিকীতে আর্জি কন্যা অনিতার!

Friday, January 23 2026, 7:34 am
Netaji | ‘দেশে ফিরিয়ে আনা হোক শেষ চিহ্ন’, নেতাজির জন্মবার্ষিকীতে আর্জি কন্যা অনিতার!
highlightKey Highlights

নেতাজির মৃত্যু নিয়ে অনেক রহস্য থাকলেও, জাপানের টোকিয়োয় রয়েছে রেনকোজি মন্দির, যেখানে নেতাজির চিতাভস্ম রাখা রয়েছে।


আজ ২৩ সে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী। গোটা দেশ যেখানে নেতাজির জন্মজয়ন্তী পালন করছে, সেই সময়ই সরকার ও দেশবাসীর কাছে নেতাজির শেষ চিহ্ন ফিরিয়ে আনার বিনীত অনুরোধ জানালেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। নেতাজির মৃত্যু নিয়ে অনেক রহস্য থাকলেও, জাপানের টোকিয়োয় রয়েছে রেনকোজি মন্দির, যেখানে নেতাজির চিতাভস্ম রাখা রয়েছে। নেতাজির পরিবারের অনেকের বিশ্বাস, ওটাই হয়তো নেতাজির শেষ চিহ্ন। আর সেই চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানালেন অনিতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File