সত্যিই কী মা হতে চলেছেন নেহা কাক্কর? অবশেষে সব জল্পনা কাটিয়ে দিলেন নেহা-রোহনপ্রীত।

Saturday, December 19 2020, 10:31 am
সত্যিই কী মা হতে চলেছেন নেহা কাক্কর? অবশেষে সব জল্পনা কাটিয়ে দিলেন নেহা-রোহনপ্রীত।
highlightKey Highlights

সব জল্পনা, যুক্তি-তর্ক ফুৎকারে উড়িয়ে ডিসেম্বরেই সকলকে ‘এপ্রিল ফুল’ বানালেন নেহা এবং রোহনপ্রীত! মা হচ্ছেন না নেহা। গানের প্রমোশনের জন্য বেবি বাম্প নিয়ে স্বামী রোহনপ্রীতের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। নবদম্পতির সোশ্যাল মিডিয়া পেজ এমন গল্পই বলছে। কিছু ক্ষণ আগে নেহা এবং রোহনপ্রীত আবারও সেই একই ছবি পোস্ট করেন। কিন্তু এ বার তা আর নেহাতই ছবি নয় বরং তা সামনে এল তাঁদের নতুন গানের পোস্টার হয়ে। গানের নাম ‘খেয়াল রকখা কর’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File