NEET-UG Result 2024 । সুপ্রিম নির্দেশে প্রকাশ হলো নিট ইউজি-র সংশোধিত নতুন স্কোরকার্ড

Thursday, July 25 2024, 1:38 pm
NEET-UG Result 2024 । সুপ্রিম নির্দেশে প্রকাশ হলো নিট ইউজি-র সংশোধিত নতুন স্কোরকার্ড
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার নতুন করে প্রকাশিত হল নিট ইউজি-র ফলাফল।


সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার নতুন করে প্রকাশিত হল নিট ইউজি-র ফলাফল।পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশ করেছে এই নতুন ফল। আইআইটি দিল্লির তিন সদস্যের প্যানেলের তৈরি উত্তরপত্রের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ২৩ তারিখ শীর্ষ আদালত জানিয়েছিল নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, সংশোধন করে দুদিনের মাথায় নতুন স্কোরকার্ড বের করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File