Neeraj Chopra | বিশ্বসেরা! ফের ভারতের নাম উজ্জ্বল করলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া!

Saturday, January 11 2025, 12:28 pm
highlightKey Highlights

ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ম্যাগাজিন ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ’ জানিয়েছে, ২৭ বছরের তারকাই ২০২৪ সালের বিশ্বসেরা পুরুষ জ্যাভলিন থ্রোয়ার।


বিশ্বসেরার শিরোপা পেলেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া! ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ম্যাগাজিন ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ’ জানিয়েছে, ২৭ বছরের তারকাই ২০২৪ সালের বিশ্বসেরা পুরুষ জ্যাভলিন থ্রোয়ার। গত অলিম্পিকে রূপো ঘরে তোলেন নীরজ। সোনা যেতেন পাকিস্তানের নাদিম। কিন্তু নাদিম গত বছর অলিম্পিক ছাড়া আর মাত্র একটি ইভেন্টেই অংশ নিয়েছিলেন। কিন্তু নীরজ অলিম্পিক, ডায়মন্ড লিগ, ফিনল্যান্ডে পাভো নুর্মি গেমস সহ একাধিক ইভেন্টে অংশ নিয়ে জয়ী অথবা শীর্ষে ছিলেন। আর সেই সুবাদেই ক্রমতালিকায় বাকিদের টপকে গেলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File