খেলাধুলা

Neeraj Chopra | NC ক্লাসিকেও নীরজকে টপকানো গেলো না, ফের সোনা ঝুলিতে পুরলেন ভারতের সোনার ছেলে!

Neeraj Chopra | NC ক্লাসিকেও নীরজকে টপকানো গেলো না, ফের সোনা ঝুলিতে পুরলেন ভারতের সোনার ছেলে!
Key Highlights

শনি সন্ধ্যায় নীরজের ইভেন্ট দেখতে বেঙ্গালুরুর স্টেডিয়াম গোটা স্টেডিয়াম ভরিয়ে তুলেছিলেন অনুরাগীরা। তাঁদের সামনে নীরজের এই সোনা জয়।

ভারত-পাক সংঘর্ষের আবহে বারবার পিছিয়ে যাচ্ছিল ‘নীরজ চোপড়া ক্লাসিক’ ইভেন্ট। অবশেষে শনির সন্ধ্যায় ইভেন্ট দেখতে বেঙ্গালুরুর স্টেডিয়াম ভরিয়ে ফেললেন দর্শকেরা। দর্শকদের হতাশ করলেন না ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এ ক্যাটাগরির এই ইভেন্টটিতে তৃতীয় প্রয়াসে ৮৬.১৮ মিটার জ্যাভলিন ছুড়ে ফের স্বর্ণপদক জিতলেন তিনি। চতুর্থ প্রচেষ্টায় ৮৪.৫১ মিটার থ্রো করে ইভেন্টটিতে রুপোর পদক জিতেছেন কেনিয়ার জুলিয়াস ইয়েগো। ৮০.১০ মিটারের থ্রো শ্রীলঙ্কার রুমেশ পাথিরেজকে এনে দিয়েছে ব্রোঞ্জ পদক।