R G Kar | আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে ফের চিঠি নবান্নের, 'নরম' হলেও মানা হলো না ডাক্তারদের সব দাবি
আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে ফের চিঠি রাজ্যের মুখ্যসচিবের।
আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে ফের চিঠি রাজ্যের মুখ্যসচিবের। যদিও কিছুটা নরম হলেও চিকিৎসকদের সব দাবি মানে নি রাজ্য সরকার। আজ বিকেল পৌনে ৫টার আগে সেই বৈঠকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারীদের। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকবেন। তবে বৈঠকের লাইভ স্ট্রিমিং সম্ভব না বলে জানিয়েছে নবান্ন। তবে বৈঠকটি ভিডিয়ো রেকর্ড করে রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধি নিয়ে চিকিৎসকরা বৈঠকে যোগ দিতে পারেন।