NATO | রাশিয়ার সঙ্গে ব্যবসা করলে ১০০ শতাংশ নিষেধাজ্ঞা! ভারত, চিন, ব্রাজিল-সহ অন্যান্য দেশগুলিকে হুঁশিয়ারি ন্যাটোর!
Wednesday, July 16 2025, 8:15 am

রাশিয়ার সঙ্গে ব্যবসা করা নিয়ে ভারত, চিন, ব্রাজিল সহ অন্যান্য দেশগুলিকে কড়া হুঁশিয়ারি দিলো ন্যাটো।
রাশিয়ার সঙ্গে ব্যবসা করা নিয়ে ভারত, চিন, ব্রাজিল সহ অন্যান্য দেশগুলিকে কড়া হুঁশিয়ারি দিলো ন্যাটো। সম্প্রতি ন্যাটোর প্রধান মার্ক রুট জানান, ভারত, চিন, ব্রাজিল সহ অন্যান্য দেশগুলি যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় তাহলে ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে। একইসঙ্গে এই তিন দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে মার্ক রুটের বার্তা, “দয়া করে ভ্লাদিমির পুতিনকে বলুন যে তাঁকে শান্তি আলোচনার বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে। অন্যথায় এই নিষেধাজ্ঞা ব্রাজিল, ভারত এবং চিনের উপর ব্যাপকভাবে আঘাত হানবে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ন্যাটো
- ভারত
- চিন
- চীন
- ব্রাজিল
- রাশিয়া
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য