আবহাওয়া

North Bengal Weather | ফের বিপর্যয় উত্তরবঙ্গে! ধস নেমে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! একাধিক রাস্তায় বিঘ্নিত হয়েছে যান চলাচল!

North Bengal Weather | ফের বিপর্যয় উত্তরবঙ্গে! ধস নেমে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! একাধিক রাস্তায় বিঘ্নিত হয়েছে যান চলাচল!
Key Highlights

মঙ্গলবার থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত। যার জেরে নেমেছে ধস। আর এই ধসের কারণে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক (nh 10 highway)। এছাড়াও কালিম্পং জেলার লিকুভিড়ে ধস নামার কারণে যানবাহন চলাচল বন্ধ শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে। অন্য দিকে, কালিঝোরাতেও ঝড়ের কারণে এনএইচপিসি বাংলো সংলগ্ন এলাকায় রাস্তার উপর বড় গাছ পড়ে গিয়েছে। ফলে সেখানেও বিঘ্নিত যান চলাচল।

ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত পাহাড়! ধস নেমে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক (nh 10 highway)। বেশ কিছু রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচলও। সূত্রের খবর, কালিঝোরায় এনএইচপিসি বাংলো সংলগ্ন এলাকায় রাস্তার উপর বড় গাছ পড়ে বিঘ্নিত হয়েছে যান চলাচল। পাশাপাশি তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার যে সড়ক তা-ও আপাতত ভাবে বন্ধ রয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত। যার জেরে নেমেছে ধস। আর এই ধসের কারণে  অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক (nh 10 highway)। এছাড়াও কালিম্পং জেলার লিকুভিড়ে ধস নামার কারণে যানবাহন চলাচল বন্ধ শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে। অন্য দিকে, কালিঝোরাতেও ঝড়ের কারণে এনএইচপিসি বাংলো সংলগ্ন এলাকায় রাস্তার উপর বড় গাছ পড়ে গিয়েছে। ফলে সেখানেও বিঘ্নিত যান চলাচল। বৃষ্টিপাতের জেরে তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার সড়ক বন্ধ করা হয়েছে বলেও খবর।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হবে। অন্যদিকে, প্রশাসন সূত্রে খবর, তিস্তার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তিস্তাবাজার সংলগ্ন ডেওগ্রাম এলাকাতেও জল বাড়ছে। এর আগে গত বছর সিকিমে বিপর্যয়ের জেরে তিস্তা নদী গতিপথ বদলেছে। উঁচু হয়েছে তিস্তা নদীখাতও। যার জেরেই কয়েক দিন টানা বৃষ্টিপাত হলেই তিস্তা সমতলে ফুলেফেঁপে ওঠে। আর বিপর্যের মুখোমুখি হতে হয় উত্তরবঙ্গবাসীদের।


R G Kar | মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ জুনিয়র ডাক্তারদের, প্রায় ২ ঘন্টা ধরে চললো বৈঠক, ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর
R G Kar | 'শুভ বুদ্ধির উদয় হোক, স্নায়ুযুদ্ধ শেষ হোক', মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে বললেন 'তিলোত্তমা'র বাবা
Weather WB | অতি গভীর নিম্নচাপের জেরে ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ কয়েক জেলায় ৩৫ কিমি বেগে উঠবে ঝড়
R G Kar | আরজিকর মামলায় জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে পারেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং
R G Kar | ‘ওসি একজন সন্দেহভাজন ‘, টালা থানার ওসিকে আদালতে পেশ করে মন্তব্য সিবিআইয়ের
Zimbabwe | খাদ্য সংকটে ভুগছে জিম্বাবুয়ে, সংকট মেটাতে ২০০টি হাতি শিকারের সিদ্ধান্ত
R G Kar Case Live Update | ভিনিত গোয়েলের পদ বদলি হবে! আগামীকাল বিকেল ৪টে পর্যন্ত সময় চাওয়া হয়েছে!