Bangladesh | 'ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হোক' - বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Thursday, May 22 2025, 5:57 am

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন বাংলদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন বাংলদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে বসে সেনাপ্রধান জানিয়েছেন, ন’মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন। আর দেরি করা সঙ্গত হবে না। এ বিষয় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ওপর চাপ সৃষ্টি করছে সেনাপ্রধান। ফলে ঘরে বাইরে প্রবল চাপের মুখে ইউনুস প্রশাসন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্ধ ক্রমশ বাড়ছে।