স্বাস্থ্য

যেকোনো টিকাকেন্দ্রে গেলেই করোনার বুস্টার ডোজ পাওয়া যাবে, এক্ষেত্রে কো-উইনে নাম নথিভুক্তির প্রয়োজন নেই

যেকোনো টিকাকেন্দ্রে গেলেই করোনার বুস্টার ডোজ পাওয়া যাবে, এক্ষেত্রে কো-উইনে নাম নথিভুক্তির প্রয়োজন নেই
Key Highlights

১০ জানুয়ারি থেকে দেশে কোভিড ১৯ এর বুস্টার টিকাকরণ শুরু হতে চলেছে। জানা গেছে এই বুস্টার টিকা নেওয়ার জন্য নতুন করে ওয়েবসাইটে নাম নথিভুক্ত করার প্রয়োজন হবে না।

দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে এবং ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে আগামী ১০ই জানুয়ারি অর্থাৎ সোমবার থেকেই কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।

বুস্টার ডোজ নেওয়ার সঠিক সময় জেনে নিন

টিকার পূর্ণ ডোজ দেওয়ার ৯ মাস পর, কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ (Booster Dose) নিতে হবে। সূত্রের খবর, শুক্রবার সংসদীয় কমিটিকে এমনই সুপারিশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। আইসিএমআর প্রধান বলরাম ভার্গব (Balaram Bhargava) দাবি করেছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার নয় মাস পর একটি বুস্টার শট দেওয়া যেতে পারে। 

কেন্দ্রীয় সূত্র থেকে আরও জানা গেছে যে, কো-উইন অ্যাপে নতুন করে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই। যাঁরা দু’টি টিকা নিয়েছেন তাঁরা সরাসরি যে কোনও টিকাকেন্দ্রে যেতে পারেন।’’ যোগ্য প্রাপকরা দ্বিতীয় টিকা নেওয়ার ৩৯ সপ্তাহ পরে তাঁদের তৃতীয় টিকা নিতে পারেন।