Cambodia-Thailand | টানা ২ দিন হামলার পর যুদ্ধবিরতির ডাক কম্বোডিয়ার, শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী থাইল্যান্ড
Saturday, July 26 2025, 4:27 am

রাষ্ট্রপুঞ্জে কম্বোডিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, থাইল্যান্ডের সঙ্গে তাঁরা ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ চান।
গত বৃহস্পতিবার প্রসাত তা মুয়েন থম মন্দির ও তার সংলগ্ন অঞ্চল ঘিরে চলা সীমান্ত বিবাদ আচমকাই সংঘর্ষ বাঁধে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। প্রাণ যায় দুই দেশের শতাধিক সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকে নম পেনের রাষ্ট্রপুঞ্জের রাষ্ট্রদূত ছিয়া কেও বলেন,‘কম্বোডিয়া নিঃশর্ত ভাবে অবিলম্বে যুদ্ধবিরতি চায় এবং আমরা বিরোধের শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানাচ্ছি।’ থাই বিদেশমন্ত্রী জানিয়েছেন, তাঁরা দ্বিপাক্ষিকভাবে বিষয়টি নিষ্পত্তি করতে আগ্রহী।
- Related topics -
- আন্তর্জাতিক
- থাইল্যান্ড
- থাইল্যান্ড প্রধানমন্ত্রী
- যুদ্ধ
- যুদ্ধবিরতি
- রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ
- রাষ্ট্রপুঞ্জ
- রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ