Hindenburg Research to Shut Down | আদানির বিরুদ্ধে মুখ খোলার জের? বন্ধ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ
বন্ধ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ। সাম্প্রতিক সময়ে আদানিকে নিয়ে একাধিকা দাবি করা এই মার্কিন শর্ট সেলিং সংস্থার প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন জানান, তিনি এই সংস্থা বন্ধ করছেন।
হিন্ডেনবার্গ রিসার্চ একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক শর্ট সেলিং সংস্থা। এই সংস্থার প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন। সাম্প্রতিক সময়ে আদানীকে বহু চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এনেছিল এই হিন্ডেনবার্গ রিসার্চ। তাঁরা দাবি করেছিল ভুয়ো সংস্থা খুলে নিজেদের শেয়ার নিজেরাই কিনতো আদানি, যাতে বাজারে ভুয়ো চাহিদা সৃষ্টি হয়। তাঁরা দাবি করেছিল, আদানি গোষ্ঠীর ৩১ কোটি ডলার বাজেয়াপ্ত হয়েছে সুইৎজারল্যান্ডে। এসব দাবির জেরে আদানি গোষ্ঠীর সব শেয়ারেই ধস নেমেছিল। ব্যক্তিগত কারণে এবার এই সংস্থাই বন্ধ করছেন ন্যাথান।
- Related topics -
- আন্তর্জাতিক
- হিন্ডেনবার্গ
- মার্কিন যুক্তরাষ্ট্র
- আদানি
- আমেরিকা