Subhanshu Shukla | রাত পোহালেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন শুভাংশুরা, প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করবে NASA

Sunday, July 13 2025, 4:06 pm
highlightKey Highlights

স্পেস স্টেশনে ফেয়ারওয়েল এবং সেখান থেকে আনডকিং পুরোটাই সরাসরি সম্প্রচার করবে নাসা।


টানা দুই সপ্তাহ মহাকাশে কাটিয়েছেন শুভাংশুরা। দেখেছেন ২৩০ বার সূর্যোদয়। এবার ঘরে ফেরার পালা। ১৪ই জুলাই পৃথিবীতে পা রাখবেন শুভাংশু সহ ৪ মহাকাশচারী। জানা গিয়েছে, স্পেস স্টেশনে ফেয়ারওয়েল এবং সেখান থেকে আনডকিং পুরোটাই সরাসরি সম্প্রচার করবে নাসা। রবিবার থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে ফেয়ারওয়েল অনুষ্ঠান। সোমবার দুপুরে শুরু হবে আনডকিং প্রক্রিয়া।নাসার ওয়েবসাইট এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সরাসরি দেখানো হবে সম্পূর্ণ প্রক্রিয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File