বিজ্ঞান ও প্রযুক্তি

NASA | মঙ্গলগ্রহে ছিল জলের সমুদ্র, নদী! নাসার বিশেষ যন্ত্র দিলো আশ্চর্যজনক তথ্য

NASA | মঙ্গলগ্রহে ছিল জলের সমুদ্র, নদী! নাসার বিশেষ যন্ত্র দিলো আশ্চর্যজনক তথ্য
Key Highlights

গ্রহের হাল-হকিকৎ ভালো করে বুঝে নিতে মঙ্গলের লাল ধুলোয় ‘ইনসাইট ল্যান্ডার’ নামে একটি বিশেষ যন্ত্র নামিয়েছিল নাসা।

মহাকাশ বিজ্ঞান নিয়ে রোজ কিছু না কিছু নয় তথ্য আবিষ্কার করছেন বিজ্ঞানীরা। এবার জানা গেল মঙ্গলগ্রহে জলের অস্তিত্ব নিয়ে নয় তথ্য। এই গ্রহের হাল-হকিকৎ ভালো করে বুঝে নিতে মঙ্গলের লাল ধুলোয় ‘ইনসাইট ল্যান্ডার’ নামে একটি বিশেষ যন্ত্র নামিয়েছিল নাসা। প্রাথমিক ইঙ্গিত, ৩০০ কোটি বছর আগে মঙ্গলগ্রহে টলটলে জলের সমুদ্র, নদী, এমনকী হ্রদের অস্তিত্বও ছিল। কিন্তু আয়রন অক্সাইড যৌগ হেমাটাইটের সূক্ষ্ম গুঁড়োয় মুড়ে দেওয়া আজকের মঙ্গল গ্রহকে দেখতে ভিন্ন।