Axiom 4 | বুধেই মহাকাশের উদ্দেশ্যে পা বাড়াবেন শুভাংশু শুক্লারা! অ্যাক্সিয়ম-৪অভিযানের নয়া তারিখ ঘোষণা NASA-র!

Thursday, June 26 2025, 10:15 am
Axiom 4 | বুধেই মহাকাশের উদ্দেশ্যে পা বাড়াবেন শুভাংশু শুক্লারা! অ্যাক্সিয়ম-৪অভিযানের নয়া তারিখ ঘোষণা NASA-র!
highlightKey Highlights

২৫ জুন ইলন মাস্কের SpaceXএর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন শুভাংশু শুক্লারা।


প্রথমে ঠিক ছিল ২৫ মে মহাকাশের উদ্দেশ্যে উড়ে যাবেন ভারতের শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী। কিন্তু তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে অ্যাক্সিয়ম ৪ অভিযানের তারিখ। এবার নতুন দিন ধার্য করলো NASA। ২৫ জুন ইলন মাস্কের SpaceXএর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন শুভাংশু শুক্লারা। সেখানে ১৪ দিন থেকে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন মহাকাশচারীরা। এই অভিযানের মাধ্যমে ভারতের স্পেস মিশন ‘গগনযান’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুভাংশু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File