আন্তর্জাতিক

Brunei | ব্রুনেইতে ভারতীয় দূতাবাসের নয়া ভবনের উদ্বোধন করলেন মোদি, সুলতানের সঙ্গে আলোচনা হবে কূটনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে

Brunei | ব্রুনেইতে ভারতীয় দূতাবাসের নয়া ভবনের উদ্বোধন করলেন মোদি, সুলতানের সঙ্গে আলোচনা হবে কূটনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে
Key Highlights

মঙ্গলবার প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্রুনেই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদি।

মঙ্গলবার প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্রুনেই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদি। বুধবার তিনি সেদেশের বিখ্যাত ওমর আলি সাইফুদ্দিন মসজিদে গেলেন। তার আগে ব্রুনেইয়ের ভারতীয় দূতাবাসের নয়া ভবনেরও উদ্বোধন করেন মোদি। উল্লেখ্য, ছোট্ট দেশ ব্রুনেই আয়তনে সিকিম বা ত্রিপুরার থেকেও ছোট। তবে সুলতানের বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনযাত্রা গোটা বিশ্বের কাছেই আকর্ষণীয়। এমনকি ব্রুনেইয়ের সুলতানের রাজপ্রাসাদটি বিশ্বের বৃহত্তম প্রাসাদ। সেখানেই কূটনৈতিক, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ নানা বিষয় নিয়েসুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি।