Lalan Mela | স্থানীয় মুসল্লি ও বিভিন্ন ইসলামি রাজনৈতিক দলের আপত্তি! বাতিল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লালন মেলা

Monday, November 25 2024, 8:31 am
highlightKey Highlights

মূলত স্থানীয় মুসল্লি ও বিভিন্ন ইসলামি রাজনৈতিক দলের আপত্তির মুখে ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ বন্ধ করে দিয়েছে প্রশাসন।


বাংলাদেশের টালামাটাল আবহাওয়ায় বাতিল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লালন মেলা। জানা গিয়েছে, মূলত স্থানীয় মুসল্লি ও বিভিন্ন ইসলামি রাজনৈতিক দলের আপত্তির মুখে ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মেলা বাতিল প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, লালন মেলা আয়োজন নিয়ে স্থানীয় মসজিদের ইমাম, মুসল্লি ও বিভিন্ন ইসলামি দলের তীব্র আপত্তি আছে। এই অবস্থায় মেলা হলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই মেলার অনুমতি দেওয়া হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File