Nada Hafez | ৭ মাসের অন্তঃসত্ত্বা! তবুও ফেন্সিংয়ে বিশ্বের ১০ নম্বরকে হারিয়ে নজির গড়লেন মিশরীয় নাদা
Thursday, August 1 2024, 4:27 am
Key Highlights৭ মাসের অন্তঃসত্ত্বা থেকেও মহিলাদের ফেন্সিংয়ে দুর্দান্ত পারফর্ম। এমনই নজির গড়লেন মিশরীয় নাদা হাফেজ।
৭ মাসের অন্তঃসত্ত্বা থেকেও মহিলাদের ফেন্সিংয়ে দুর্দান্ত পারফর্ম। এমনই নজির গড়লেন মিশরীয় নাদা হাফেজ। অলিম্পিকসে মহিলাদের ফেন্সিংয়ের প্রথম ম্যাচে বিশ্বের ১০ নম্বর এলিজাবেথ টারটাভোস্কিকে করেন হাফেজ। যদিও দক্ষিণ কোরিয়ার জিওন হাউংয়ের কাছে হেরে যান তিনি। তারপরই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের গর্ভাবস্থার খবর জানান নাদা। অনেকেই তাঁর লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। নাদা ২০২৬ রিও অলিম্পিক্স এবং ২০২১ টোকিও অলিম্পিক্সেও মিশরের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর হার না মানা মনোভাবকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স

