Cyclone Dana । ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় প্রস্তুত নবান্ন, NDRFএর সহায়তায় একগুচ্ছ পদক্ষেপ নিলো রাজ্য সরকার

Tuesday, October 22 2024, 11:32 am
highlightKey Highlights

ঘূর্ণিঝড় 'ডানা' নিয়ে বিশেষ সতর্কতা নবান্নের। পরিস্থিতি মোকাবিলায় ১৪ টি NDRF টিম প্রস্তুতের নির্দেশ।


কালীপুজোর মুখেই সাইক্লোন 'দানা'র থাবা কপালে ভাঁজ ফেলেছে নবান্নের। উপকূলবর্তী এলাকায় মাইকিং করা, উপকূলবর্তী অঞ্চল থেকে সাধারণ মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরানো, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এদিক পরিস্থিতি মোকাবিলায় ১৪টি NDRF টিম প্রস্তুত করেছে নবান্ন। ২৩ এবং ২৪ অক্টোবর হোটেল বুকিং বন্ধ রাখা হয়েছে দিঘায়। বিপদ এড়াতে বিভিন্ন স্টেশনে লাগানো বিজ্ঞাপন বোর্ড ও হোর্ডিং সরানো হচ্ছে রেলের তরফ থেকে। বিশেষ পরিস্থিতিতে বিমানগুলিকে বেঁধে রাখার চিন্তাভাবনা করছে কলকাতা বিমানবন্দর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File