রাজ্য

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কোনো নাম না আসায়, রাজ্য পুলিসের কার্যনির্বাহী DG মনোজ মালব্য

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কোনো নাম না আসায়, রাজ্য পুলিসের কার্যনির্বাহী DG মনোজ মালব্য
Key Highlights

নিয়ামানুযায়ী, রাজ্যকে তিন মাস আগে সিনিয়র অফিসারদের নামের তালিকা পাঠাতে হয়। সেখানে রাজ্য ২ মাস আগে ৩০ বছরের কাজের অভিজ্ঞতা আছে এমন ২১ জন সিনিয়র অফিসারের তালিকা পাঠিয়েছে। কেন্দ্রের ইউপিএসসি (UPSC) কমিটির সেখান থেকে ৩ অফিসারের নাম পাঠানোর কথা। পরে সেখান থেকে একজনকে বেছে নেয় রাজ্য সরকার। মঙ্গলবার ডিজি বীরেন্দ্র অবসর গ্রহণ করছেন। কিন্তু তাঁর পরবর্তী কোনো নাম না আসায় মনোজ মালব্যকেই রাজ্যের কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করল নবান্ন।