দেশ

Karnataka Murder | কর্ণাটকে রহস্যমৃত্যু ডিজিপির, স্ত্রীই করেছেন খুন! দাবি পুলিশের

Karnataka Murder | কর্ণাটকে রহস্যমৃত্যু ডিজিপির, স্ত্রীই করেছেন খুন! দাবি পুলিশের
Key Highlights

নিজ বাসভবনে রহস্যজনক মৃত্যু কর্নাটকের প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের। ওম প্রকাশের স্ত্রী পল্লবীই তাঁকে হত্যা করেছেন।

কর্নাটকে রহস্যমৃত্যু হয়েছে প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের। এদিন বেঙ্গালুরুর এইচএসআর লেআউট এলাকায় নিজের বাসভবনে ডিজিপির মৃতদেহ উদ্ধার হয়েছে। তদন্তের পর পুলিশের অনুমান, ডিজিপির নিজের স্ত্রীই খুন করেছেন তাকে। তবে এখনও ঘটনাস্থলে তদন্ত করছেন এইচএসআর লেআউট থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছে বেঙ্গালুরু দক্ষিণ পূর্বের পুলিশ কমিশনার সারাহ ফাতিমাও। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিহারের বাসিন্দা ওম প্রকাশ ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি কর্নাটকের ডিজিপি পদে ছিলেন।