Earthquake | জোড়া ভূকম্পে তছনছ মায়ানমার-থাইল্যান্ড! ভেঙে পড়ছে বহুতল, ব্রিজ, ফাটল ধরেছে রাস্তায়!

৭ মিনিটের ব্যবধানে জোড়া ভূকম্পে তছনছ মায়ানমার ও থাইল্যান্ড! হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল, ব্রিজ, ফাটল ধরেছে রাস্তায়।
৭ মিনিটের ব্যবধানে জোড়া ভূকম্পে তছনছ মায়ানমার ও থাইল্যান্ড! হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল, ব্রিজ, ফাটল ধরেছে রাস্তায়। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১.৩০ নাগাদ ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্ডলয়। মায়ানমার তো বটেই ভূমিকম্পের বিরাট প্রভাব পড়ে থাইল্যান্ড ও ভিয়েতনামে। এই ভূমিকম্পের জেরে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও। এখানেও ভেঙে পড়েছে একের পর এক ভবন। অন্তত ৪৫ জন নিখোঁজ হয়েছেন বলে খবর। পাশাপাশি বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মায়ানমার
- থাইল্যান্ড
- ভূমিকম্প
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ