Myanmar | মায়ানমারে বোমা হামলা, গুড়িয়ে গিয়েছে দুটি বেসরকারি উচ্চ বিদ্যালয়! মৃত ১৯ পড়ুয়ার
Saturday, September 13 2025, 1:46 pm

মায়ানমারের জুন্টা শনিবার পশ্চিম রাখাইন প্রদেশে বোমা হামলা চালিয়েছে। এই হামলায় বেশ কয়েকজন শিশু-সহ ১৯ পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
২০২৩ সাল থেকে রাখাইন প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে জুন্টার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে আরাকান আর্মির। শনিবার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, শনিবার মায়ানমারের জুন্টা পশ্চিম রাখাইন প্রদেশের কিয়াউকতাও শহরের দুটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমসূত্রে খবর, ওই স্কুলগুলির ওপর প্রায় ৫০০ পাউন্ডের বোমা ফেলা হয়েছে। বোমা হামলায় ১৫ থেকে ২১ বছর বয়সী ১৯ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন পড়ুয়া। জুন্টার তরফে এই হামলার দায় স্বীকার করা হয়নি।
- Related topics -
- আন্তর্জাতিক
- মায়ানমার
- বোমা বিস্ফোরণ
- বোমাতঙ্ক
- হামলা
- শিশুমৃত্যু
- ছাত্র মৃত্যু