Rail Accident | ফের রেল দুর্ঘটনা! উত্তরপ্রদেশে লাইনচ্যুত সবরমতী জন সাধারণ এক্সপ্রেস

নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশন জানিয়েছে, দূরপাল্লার এই ট্রেনটির ২টি কোচ গার্ড ব্রেকভ্যানের কাছ থেকে পঞ্চম ও ষষ্ঠ কামরা লাইনচ্যুত হয়।
ফের লাইনচ্যুত হল ট্রেন। শুক্রবার বিকেল সওয়া চারটে নাগাদ লখনউয়ে ভাওপুর স্টেশন ইয়ার্ডের কাছে মুজফফরপুর-সবরমতী জনসাধারণ এক্সপ্রেসের ২টি কোচ লাইন থেকে ছিটকে যায়। নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশন জানিয়েছে, দূরপাল্লার এই ট্রেনটির ২টি কোচ গার্ড ব্রেকভ্যানের কাছ থেকে পঞ্চম ও ষষ্ঠ কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। উদ্ধারকাজ শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ট্রেনের সব যাত্রী ও রেলকর্মী সুস্থ ও নিরাপদ রয়েছে। কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে রেল।