Mumbai Rain | মুম্বইয়ে ভাঙলো ১০৭ বছরের রেকর্ড! প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন! বিমান-ট্রেন পরিষেবায় সমস্যা!
Monday, May 26 2025, 9:08 am

রেকর্ড অনুযায়ী ১৯১৮ সালের মে মাসে মুম্বইয়ের কোলাবাতে ২৭৯.৪ মিমি বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু সোমবার কোলাবাতে সর্বোচ্চ ২৯৫ মিমি বৃষ্টিপাত হয়েছে।
মুম্বইয়ে বৃষ্টির ১০৭ বছরের রেকর্ড ভাঙলো। রেকর্ড অনুযায়ী ১৯১৮ সালের মে মাসে মুম্বইয়ের কোলাবাতে ২৭৯.৪ মিমি বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু সোমবার কোলাবাতে সর্বোচ্চ ২৯৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। মুম্বইতে এতটাই বৃষ্টি হয়েছে যে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির কারণে একাধিক উড়ান দেরিতে চলছে। ঘুরিয়ে দেওয়া হচ্ছে অনেক বিমানের গতিপথ। পাশাপাশি বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলেও। এদিকে IMD মুম্বই এবং সংলগ্ন জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করেছে।