Kunal Kamra | একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলার অভিযোগে কৌতুক শিল্পী কুণাল কামরাকে দ্বিতীয়নার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ
Wednesday, March 26 2025, 5:28 pm

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেছেন। ওই মন্তব্যের জেরে বুধবার কুণালকে দ্বিতীয়নার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ।
সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে চেনা ভঙ্গিতে কৌতুক করতে দেখা যায় জনপ্রিয় কৌতুক শিল্পী কুণাল কামরাকে। শোয়ের মাঝে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নাম না করে ‘গদ্দার’ বলেন তিনি। এছাড়াও আরেকটি ভিডিওতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে নিয়েও ব্যঙ্গ করতে দেখা গিয়েছে কৌতুকশিল্পীকে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিণ্ডে সমর্থকরা ক্ষেপে উঠে মুম্বাইয়ের ওই হোটেলে ভাঙচুর চালায়। এদিকে বুধবার কুণালকে দ্বিতীয়নার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। কুনাল জানিয়েছেন সমনের আইনিভাবে মোকাবিলা করবেন তিনি।