Monorail Accident | মুম্বই মেট্রোতে বিভ্রাট, মনোরেল ধাক্কা মারলো বিমে, আহত ৩ কর্মী

Thursday, November 6 2025, 6:20 am
highlightKey Highlights

বুধবার দিন সকালে মুম্বইয়ের ওয়াদালায় টেস্ট রান চলাকালীন মনোরেল লাইনচ্যুত হয়ে একটি বিমে ধাক্কা মারে।


মহা মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড মনোরেল চালায়। বুধবারও সিগন্যালিং ট্রায়ালের জন্য মনোরেল চালানো হচ্ছিল। ট্রেনে ক্যাপ্টেনের সঙ্গে একজন ইঞ্জিনিয়ার ছিলেন। ছিলেন কয়েকজন কর্মীও। এদিন সকালে মুম্বইয়ের ওয়াদালায় টেস্ট রান চলাকালীন মনোরেল প্রথম কোচ লাইনচ্যুত হয়ে ট্র্যাকের একটি বিমে ধাক্কা মারে। ট্রেনের সামনের অংশটি বেরিয়ে আসে। পিছনের অংশ সামান্য বেঁকে যায়। জানা গিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন ট্রেনে থাকা তিন কর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের কামরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File