Dibrugarh Express Accident | লাইনচ্যুত হয়ে উল্টে যায় ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কামরা! তাও তুলনামূলক কীভাবে ক্ষতি হলো কম?

Friday, July 19 2024, 7:19 am
highlightKey Highlights

লাইনচ্যুত হয়ে ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কামরা উল্টে যায়। তবে এই দুর্ঘটনায় ক্ষতি হয়েছে তুলনামূলক কম।


বৃহস্পতিবার ফের ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয়ে ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কামরা উল্টে যায়। তবে এই দুর্ঘটনায় ক্ষতি হয়েছে তুলনামূলক কম। কিন্তু কীভাবে? রেল আধিকারিকরা বলছেন, দূরপাল্লার এই ট্রেনে এলএইচবি কোচ থাকায় যাত্রীদের প্রাণহানি এড়ানো গিয়েছে। এছাড়াও এই কোচের ট্রেন দুর্ঘটনার কবলে পড়লেও তা আড়াআড়ি ভাবে লাইনচ্যুত হয়। এর জেরে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা কিছুটা হলেও কম হয়। দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজও সহজ হয়। এলএইচবি কোচ বিশিষ্ট এক্সপ্রেস ট্রেন আইসিএফের তুলনায় দ্রুত গতিতে ছুটতে সক্ষম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File