দেশ

Ambani at Mahakumbh | মহাকুম্ভে সপরিবারে মোক্ষের ডুব দিলেন মুকেশ আম্বানি!

Ambani at Mahakumbh | মহাকুম্ভে সপরিবারে মোক্ষের ডুব দিলেন মুকেশ আম্বানি!
Key Highlights

১১ ফেব্রুয়ারি সপরিবারে মোক্ষের ডুব দিলেন ধনকুবের শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও তাঁর পরিবার।

মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, দেশ বিদেশের নানান অভিনেতা, সেলিব্রিটি। এবার মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন আম্বানি পরিবার। ১১ ফেব্রুয়ারি সপরিবারে মোক্ষের ডুব দিলেন ধনকুবের শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও তাঁর পরিবার। এদিন বিশেষ বিমানে প্রয়াগরাজে পৌঁছন আম্বানিরা। এরপর নিরাপত্তার ঘেরাটোপে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তাঁরা। পুণ্যের ডুব দেন মুকেশ, তাঁর মা কোকিলাবেন আম্বানি, দুই ছেলে অনন্ত এবং আকাশ, আকাশের স্ত্রী শ্লোক মেহতা ও তাদের দুই সন্তান।