Kubereshwar Dham | ফের পদপিষ্টে মৃত্যু! কুবেরেশ্বর ধামে ভক্তদের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু দুই মহিলার, আহত ১০রও বেশি!

Tuesday, August 5 2025, 9:59 am
highlightKey Highlights

মধ্যপ্রদেশের সেহোর জেলায় কুবেরেশ্বর ধামে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু দুই মহিলার।


মধ্যপ্রদেশের সেহোর জেলায় কুবেরেশ্বর ধামে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু দুই মহিলার। আহত ১০ জনেরও বেশি। তাঁদের তড়িঘড়ি সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার পণ্ডিত প্রদীপ মিশ্রের নেতৃত্বে কুবেরেশ্বর মন্দির থেকে কানওয়ার যাত্রা বার হওয়ার কথা। সেই মতো ভিড় করেন ভক্তরা। এছাড়াও শ্রাবণ মাসে কুবেরেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে, কানওয়ার যাত্রার কারণে তা কয়েক গুণ বেড়ে যায়। তবে মঙ্গলবার সেই ভিড় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার জেরেই পদপিষ্টের ঘটনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File