এভারেস্টের পথে পড়ে থাকা আবর্জনা দিয়ে শিল্পসামগ্রী গড়ে তুললো নেপাল

Friday, January 22 2021, 9:02 am
highlightKey Highlights

নেপালের সাগরমাথা নেক্সট সেন্টারের উদ্যোক্তারা জোরকদমে শুরু করেছে কাজ। কাজ বলতে এক অদ্ভুত শিল্পকর্ম। প্রতিটা সামগ্রীই তৈরি হয়েছে পাহাড়ের বুকে ফেলে আসা আবর্জনা দিয়ে।খালি অক্সিজেন সিলিন্ডার হোক, বা ছেঁড়া তাঁবু অথবা ক্ষয়ে যাওয়া দড়ি; এইসব জিনিস নেমে আসার সময় ফেলে আসেন অনেক পর্বতারোহীই। আর এইসব আবর্জনার স্তূপে ক্রমশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। অবশ্য নানা রকমের সচেতনতা উদ্যোগের ফলে অনেক আরোহীই এখন সেইসব আবর্জনা নামিয়ে নিয়ে আসেন। তবুও যা কিছু পড়ে থাকে, সেসব পরিষ্কার করার দায়িত্ব পালন করে সাগরমাথা নেক্সট সেন্টার। সমুদ্রতল থেকে ৩৭৮০ মিটার উঁচুতে স্যানবোচে এবার তাই হয়ে উঠতে চলেছে এক অভিনব প্রদর্শনশালা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File