মাদার ডেয়ারির নাম পরিবর্তন করে বাংলা ডেয়ারি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Thursday, December 21 2023, 2:33 pm

বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এবার থেকে মাদার ডেয়ারি নয় নাম বদলে 'বাংলা ডেয়ারি' করা হবে। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বললেন, 'মাদার ডেয়ারিকে আমরা বাংলা ডেয়ারি করব। এ নিয়ে অনেকবার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আগে অনেকবার কথা বলেছি। মাদার ডেয়ারি বাংলার সংস্থা নয়। বাংলার গরুরা যখন দুধ দেয়। চাষিরা দুধ উৎপাদন করেন। তাহলে বাংলা ডেয়ারি নাম রাখা হবে না কেন?'
- Related topics -
- মাদার ডেয়ারি
- বাংলা ডেয়ারি
- মমতা ব্যানার্জী
- রাজ্য