আন্তর্জাতিক

করোনা আক্রান্ত সদ্য মা, অ্যান্টিবডি পাওয়া গেল সদ্যোজাত সন্তানের শরীরে।

করোনা আক্রান্ত সদ্য মা, অ্যান্টিবডি পাওয়া গেল সদ্যোজাত সন্তানের  শরীরে।
Key Highlights

সিঙ্গাপুরের বাসিন্দা মহিলা অন্তঃস্বত্ত্বা অবস্থাতেই করোনা আক্রান্ত হন। সুস্থও হয়ে ওঠেন। তার পর যখন সন্তানের জন্ম দেন, তখন দেখা যায়, সন্তানের শরীরে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটি নতুন তথ্য বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা। সদ্যোজাতের শরীরে করোনা ভাইরাস নেই, কিন্তু ভাইরাসের অ্যান্টিবডি রয়েছে। মা-ও এখন সুস্থ আছেন। সবে মা হয়েছেন যিনি, সেই সেলিং নগ-চ্যাং জানিয়েছেন, তিনি আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। মার্চ মাসে তাঁর শরীরে সামান্য উপসর্গও দেখা দেয়। তার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। নভেম্বর মাসে কয়েক দিন আগেই সন্তানের জন্ম দেন তিনি। দেখা যায়, সেই সন্তানের শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে।