Sikkim | ব্যাপক তুষারপাতের জেরে ফের বন্ধ হয়ে গেলো সিকিমের অধিকাংশ! পারমিট দেওয়া হলো না ছাঙ্গু-নাথুলা-বাবা মন্দির-জিরো পয়েন্টে

Thursday, January 9 2025, 12:52 pm
highlightKey Highlights

গত কয়েকদিন ধরেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও পূর্ব সিকিমে হাল্কা থেকে মাঝারি তুষারপাত চলছিল।


ব্যাপক তুষারপাতের জেরে ফের বন্ধ হয়ে গেলো সিকিমের অধিকাংশ। গত কয়েকদিন ধরেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও পূর্ব সিকিমে হাল্কা থেকে মাঝারি তুষারপাত চলছিল। এই প্রতিকূল পরিস্থিতিতে বুধবার ছাঙ্গু, নাথুলা ও বাবা মন্দিরের পারমিট ইস্যু করা হয়নি। একই ভাবে পর্যটকদের এ দিন জুলুক পর্যন্ত যেতে দেওয়া হলেও নিরাপত্তার কারণে থাম্বি ভ্যালির পারমিট দেওয়া হয়নি। লাচুং থেকে পর্যটকদের ইয়ুমথাং পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে জিরো পয়েন্টে এবং লাচেনেও গুরুদোঙমা লেকে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File