FIFA World Cup 2030 | ছিঃ! এতটা নৃশংস ‘মানুষ’? ফিফা বিশ্বকাপের জন্য ৩০ লক্ষ পথকুকুরকে ‘খুন’ করার পরিকল্পনা!

Saturday, January 18 2025, 6:31 pm
highlightKey Highlights

২০৩০ ফিফা বিশ্বকাপের আগে আয়োজক দেশ মরক্কো ৩০ লক্ষ কুকুরকে হত্যা করার পরিকল্পনা করেছে।


ক্রমেই যেন বিবেক হারিয়ে ফেলছে মানুষ। সামান্য পর্যটন আকর্ষণ করতে কার্যত খুন করা হবে ৩০ লক্ষ পথকুকুরকে! এমনই নির্মম ঘটনা ঘটতে চলেছে মরক্কোতে! ২০৩০ ফিফা বিশ্বকাপের আগে আয়োজক দেশ মরক্কো ৩০ লক্ষ কুকুরকে হত্যা করার পরিকল্পনা করেছে। পর্যটন আকর্ষণ বাড়াতে দেশের প্রায় ৩০ লক্ষ পথকুকুর হত্যা করবে তারা। স্ট্রিকনিন দিয়ে বিষপ্রয়োগ, প্রকাশ্যে গুলি করে হত্যা এবং শাবল দিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে কুকুরদের। যদিও ফিফা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিশ্ব জুড়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন পশুপ্রেমীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File