Train Cancel | ফেস্টিভ মুডে রেল, দোলের দিন হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল শতাধিক ট্রেন!

Thursday, March 13 2025, 10:10 am
Train Cancel | ফেস্টিভ মুডে রেল, দোলের দিন হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল শতাধিক ট্রেন!
highlightKey Highlights

শুক্রবার, দোল উৎসবের দিন বাতিল হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বহু ট্রেন!


শুক্রবার, দোল উৎসবের দিন বাতিল হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বহু ট্রেন! পূর্ব রেল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, দুই ডিভিশনে প্রায় সারাদিন শতাধিক ট্রেন বাতিল থাকবে। বিশেষ করে সকাল বেলার দিকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, কেবল শিয়ালদহ ডিভিশনেই বাতিল শতাধিক ট্রেন। একই ভাবে হাওড়া ডিভিশনেও বাতিল একাধিক ট্রেন। পাশাপাশি শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে কাউন্টার খোলার টাইমেও পরিবর্তন করা হয়েছে। কাউন্টার খুলবে দুপুর ২টো থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File