50+ Virus App on Play Store : ভাইরাস আক্রান্ত ৫০ এরও বেশি অ্যাপ। প্রতারিত হতে পারেন আপনিও !

Thursday, April 20 2023, 12:36 pm
highlightKey Highlights

ফের সাইবার ক্রাইমের আভাস। গুগুল প্লে স্টোরে মিলল ৫০-এরও বেশি ভাইরাস আক্রান্ত অ্যাপ। ডাউনলোড করলেই লোপাট হতে পারে ফোনের সমস্ত তথ্য।


গুগুল প্লে স্টোর (Google Play Store) থেকে আমরা মনের মতো অ্যাপ  ডাউনলোড করে থাকি প্রায় দিনই। এক ক্লিকেই আমাদের হাতের মুঠোয় চলে আসে নানা অ্যাপের সুবিধা। কিন্তু অজান্তেই আপনি ডাউনলোড করছেন না তো ভাইরাসযুক্ত অ্যাপ? ম্যাকাফির (McAfee) গবেষকরা জানাচ্ছেন, গুগুল প্লে স্টোরে পাওয়া গিয়েছে ৫০ এরও বেশি ভাইরাসযুক্ত অ্যাপ (Virus)। যা মোবাইলের ক্ষতি করার সঙ্গে সঙ্গে লোপাট করতে পারে গুরুত্বপূর্ণ তথ্যও। জেনে নিন এই ভাইরাস থেকে কীভাবে রক্ষা করবেন আপনার ফোনকে।

৫০ এরও বেশি ভাইরাসযুক্তঅ্যাপ গুগুল প্লে স্টোরে
৫০ এরও বেশি ভাইরাসযুক্তঅ্যাপ গুগুল প্লে স্টোরে

ম্যাকাফির গবেষকরা জানিয়েছেন, গুগুল প্লে স্টোরে পাওয়া গিয়েছে গোল্ডোসন নামের এক অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার (Goldoson android malware) । যা সংক্রমিত করেছে ৫০ এরও বেশি অ্যাপকে। তবে চিন্তার বিষয়, এই অ্যাপগুলি ডাউনলোড করা হয়েছে ১০০ মিলিয়নেরও বেশি। যার ফলে এই ভাইরাস ক্ষতি করতে পারে অসংখ্যকে। যার ফলে ম্যাকাফি দ্রুত সচেতনতার বার্তা দিচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের।

Trending Updates
অ্যাপগুলি ডাউনলোড করা হয়েছে ১০০ মিলিয়নেরও বেশি
অ্যাপগুলি ডাউনলোড করা হয়েছে ১০০ মিলিয়নেরও বেশি

গুগুল স্টোরে থাকা এই গোল্ডোসন ম্যালওয়্যার অনেক ক্ষমতাশালী। অ্যাপের মাধ্যমে প্রবেশ করে নিমেশের মধ্যেই জানতে পারে ফোন, ওয়াইফাই ও ব্লুটুথ সংযুক্ত ডিভাইস সংক্রান্ত তথ্য, এমনকি জানতে পারে ব্যবহারকারীর জিপিএস লোকেশনও (GPS location)। আপনার অজান্তেই কোনও ছবি বা বিজ্ঞাপনে ক্লিক করায় ফোনে প্রবেশ করতে পারে এই ভাইরাস। ডিভাইসে একবার প্রবেশ করতে পারলেই যখন আপনি গোল্ডোসন ম্যালওয়্যার যুক্ত একটি অ্যাপ চালাবেন, তখনই লাইব্রেরি ডিভাইসটিকে রেজিস্টার করে ও প্রতারক রিমোট সার্ভার থেকে এর কনফিগারেশন রিকভার করবে। এরপরই ঘন ঘন গোল্ডোসন সংক্রামিত ডিভাইসে ডেটা-চুরি ও বিজ্ঞাপনে-ক্লিকিংয়ের মতো ফাংশনগুলি সক্রিয় করে দেয়। একবার ফোনে প্রবেশ করার পর এই ম্যালওয়ার দুদিন অন্তর অন্তর তথ্য সংগ্রহের কাজ করতে শুরু করে। গোল্ডোসন অ্যাপের মাধ্যমে পেয়ে যায় ব্যবহারকারীর ফোনের তথ্য ও লোকেশন অর্থাৎ ফোনের স্থান সম্পর্কিত তথ্য।

ক্ষমতাশালী গোল্ডোসন ম্যালওয়্যার
ক্ষমতাশালী গোল্ডোসন ম্যালওয়্যার

 গুগুল প্লে স্টোরের এতোগুলি অ্যাপকে কীভাবে সংক্রমিত করলো এই ম্যালওয়ার তা নিয়ে উঠছে প্রশ্ন। এক্ষেত্রে ম্যাকাফির গবেষকরা বলছেন, অ্যাপগুলি যখন তৈরী করব হয়েছিল, তখন অজান্তেই  নির্মাতারা এক তৃতীয় পক্ষের লাইব্রেরি ব্যবহার করেছিলেন। যা আগের থেকেই এই ম্যালওয়্যারে আক্রান্ত ছিল। ভাইরাস যুক্ত এই অ্যাপগুলির মধ্যে কয়েকটি হল, এল. পয়েন্ট উইথ এল. পে,সোয়াইপ ব্রিক ব্রেকার, জিওএম প্লেয়ার, জিওএম অডিও, পিকিকাস্ট, বাউন্স ব্রিক ব্রেকার, ইনফিনিট স্লাইস, সোমনোট, কোরিয়া সাবওয়ে ইনফো ইত্যাদি।

এই ভাইরাস সর্বাধিক আপডেট হওয়া ফোনেও সংক্রমণ করতে সক্ষম। তাহলে এই ভাইরাস থেকে কীভাবে রক্ষা করবেন আপনার মোবাইলকে? প্রথমেই আপনার ফোন থেকে মুছে ফেলুন এই সকল অ্যাপ। যদিও গোল্ডোসন অন্য অ্যাপের মাধ্যমেও ফের প্রবেশ করতে পারে আপনার ফোনে। যার জন্য বিশ্বাস যোগ্য অ্যাপ ও বিশ্বস্ত উৎস ছাড়া অন্য অ্যাপ ডাউনলোড করা মানেই বিপদ। ফোনকে আরও সুরক্ষিত করার জন্য অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার (Anti Virus Software) কাজ করে ঢালের  মতো। ফোনে থাকা অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার আপনার ইন্সটল হওয়া ম্যালওয়্যারকে সরিয়ে দেওয়ার সঙ্গে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্যকেও রক্ষা করে। 

ফোনকে সুরক্ষিত রাখুন  অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার দিয়ে
ফোনকে সুরক্ষিত রাখুন  অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার দিয়ে

 ভারতে সাইবার ক্রাইমের (Cyber Crime) ঘটনা খবরের শিরোনামে উঠে আসে বারবার। ম্যাসেজের মাধ্যমে হোক কিংবা অ্যাপের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া, প্রতারণার ফাঁদে অজান্তেই পা দিয়ে ফেলেন সাধারণ জনগণ। সাইবার ক্রাইমের জন্য একাধিক কড়া আইন ও ব্যবস্থা নিলেও কিছুতেই পাওয়া যায়না নিস্তার। জালে পড়লেই তথ্য চুরি, ব্ল্যাকমেলের শিকার হতে হয়। তবে এবার নতুন ভাবে চিন্তার কারণ হয়ে উঠেছে গুগুল প্লে স্টোরে থাকা এই ভাইরাসযুক্ত অ্যাপ। ফলে প্রতারণার হাত থেকে বাঁচতে এই ভাইরাস যুক্ত অ্যাপ থেকে থাকুন সতর্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File