Key Highlights
বিশ্ববাসীকে নয়া সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের। বিশ্বজুড়ে কোভিড অতিমারির কারণে গত এক বছরে পোলিয়ো, হামের মতো ভ্যাকসিন পায়নি অন্তত ২ কোটি ৩০ লক্ষ শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউনাইটেড নেশনস চিল্ড্রেন’স ফান্ড-এর বার্ষিক রিপোর্টে জানিয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছোটদের। কারণ, করোনা টিকার পাশাপাশি পোলিয়া, হাম, ডিপথেরিয়া, টিটেনাসের মতো টীকাগুলিও পায়নি শিশুরা। রিপোর্ট অনুযায়ী, ভারতের শিশুরাও এই তালিকার অন্তর্ভুক্ত। তাই শিশুদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার কথা বলেছে হু।
- Related topics -
- দেশ
- করোনা ভাইরাস
- শিশু
- টিকাকরণ