আর জি কর কান্ড

R G Kar | গত পাঁচ দিনে ওপিডিতে চিকিৎসা পেয়েছেন প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ, তথ্য প্রকাশ করে পাল্টা দাবি চিকিৎসকদের

R G Kar | গত পাঁচ দিনে ওপিডিতে চিকিৎসা পেয়েছেন প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ, তথ্য প্রকাশ করে পাল্টা দাবি চিকিৎসকদের
Key Highlights

ওপিডির তথ্য প্রকাশ করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা।

আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে বিগত ১ মাস ধরে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এদিকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের দাবি, এই কর্মবিরতির জেরে চিকিৎসা না পেয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। অসুবিধায় পড়েছেন বহু রোগী। সেই শুনানির পরের দিনই ওপিডির তথ্য প্রকাশ করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। ডাক্তাররা জানিয়েছেন, গত পাঁচ দিনে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ওপিডিতে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। ফলে তাদের পাল্টা দাবি, 'কোথায় পরিষেবা বন্ধ, সেটা দেখাক রাজ্যের প্রশাসনিক প্রধান।'