দুয়ারে সরকার

‘দুয়ারে সরকার’এ মাত্র দু সপ্তাহে নাম নথিভুক্ত করেছেন এক কোটিরও বেশি মানুষ, টুইট মমতার।

‘দুয়ারে সরকার’এ মাত্র দু সপ্তাহে নাম নথিভুক্ত করেছেন এক কোটিরও বেশি মানুষ, টুইট মমতার।
Key Highlights

গত ১ ডিসেম্বর থেকে রাজ্যের সব জেলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হয়েছে। শিবিরগুলিতে জাতিগত শংসাপত্রের বিতরণ, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্তিকরণ-সহ নানা সরকারি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে মাত্র দু’সপ্তাহের মধ্যেই এক কোটিরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। শনিবার তিনটি টুইটে এ কথা জানিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি এটুকু আশ্বাস দিচ্ছি। বাংলার মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও গাফিলতি করব না’।