‘দুয়ারে সরকার’এ মাত্র দু সপ্তাহে নাম নথিভুক্ত করেছেন এক কোটিরও বেশি মানুষ, টুইট মমতার।

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

গত ১ ডিসেম্বর থেকে রাজ্যের সব জেলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হয়েছে। শিবিরগুলিতে জাতিগত শংসাপত্রের বিতরণ, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্তিকরণ-সহ নানা সরকারি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে মাত্র দু’সপ্তাহের মধ্যেই এক কোটিরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। শনিবার তিনটি টুইটে এ কথা জানিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি এটুকু আশ্বাস দিচ্ছি। বাংলার মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও গাফিলতি করব না’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File