Kerala Monsoon | আটদিন আগেই ঢুকলো মৌসুমী বায়ু, ১৬ বছর পর এতো তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করলো কেরলে!

নির্দিষ্ট সময়ের আটদিন আগেই কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। শেষবার এত তাড়াতাড়ি বর্ষা এসেছিল ২০০৯ এবং ২০০১ সালে।
১৬ বছর পর এতো তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করলো কেরলে। আবহাওয়া দফতর জানিয়েছে, নির্দিষ্ট সময়ের আটদিন আগেই কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। শেষবার এত তাড়াতাড়ি বর্ষা এসেছিল ২০০৯ এবং ২০০১ সালে। তাড়াতাড়ি মৌসুমী বায়ু প্রবেশ করায় ২৯ মে পর্যন্ত কেরলে, উপকূলীয় কর্নাটক এবং মহারাষ্ট্রের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, মহারাষ্ট্রের একাধিক অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।